রাজধানীতে ৬ কোটি টাকার স্বর্ণসহ আটক ৫
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সোয়া ৬ কোটি টাকা সমমূল্যের সাড়ে ১২ কেজি স্বর্ণ ও একটি প্রাইভেটকারসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দিবাগত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম ক্রাইম রিপোর্টার ২৪.কমকে এ বিষটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে এই বিষয়ে বিস্তারিত কোন তথ্য তিনি জানাননি। দুপুর ১টায় রাজধানীর র্যাব-৩ এর টিকাটুলীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।