শাহজালালে ১২ টি স্বর্ণের বারসহ আটক ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কেজি ওজনের ১২ টি স্বর্ণের বারসহ আবদুল হাকিম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক বিভাগ। শনিবার বিকেলে তাকে আটক করা হয়।
আটক আবদুল হাকিমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায়। তিনি সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করেন।
ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামাল ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানান, আবদুল হাকিম শুক্রবার দুপুরে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। এরপর তার লাগেজ খোয়া যাওয়ার দাবি জানান। এরপর আজ তিনি লাগেজটি সংশ্লিষ্ট বিভাগের লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে বিকেলে নিয়ে যাচ্ছিলেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল স্ক্যান করার সময় তার ট্রলির ভেতর থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।