মহাসড়কে সিএনজি, ইজিবাইক, ভটভটি (টমটম), ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদে শনিবার সকালে জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ঘেঁষা ওই সড়ক তারা অবরোধ করে রাখে।
সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত টানা চার ঘণ্টা অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে মেঘনা থেকে কাঁচপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগর শিকার হন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি মেনে নেয়া হয়েছে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। পরে দুপুর দুইটার দিকে ওই মহাসড়কে যানজট স্বাভাবিক হয়।