এরশাদের বয়স ৮৬, না না ৪০’
জাপার প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুু বলেন, ‘জাপার মাননীয় চেয়ারম্যানের বয়স কত আপনারা জানেন? তার এখন ৮৬ বছর চলছে।’
এ সময় এরশাদকে স্মিত হাসতে দেখা গেলেও পাশ থেকে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু তাকে কিছু একটা বলেন।
চুন্নু তখন বাবলুর দিকে তাকিয়ে বলেন, ‘আচ্ছা ঠিক আছে, ৮৬ না, ৫০, ৫০-ও না ৪০, এবার ঠিক আছে?’
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর রিং রোডে সূচনা কমিউনিটি সেন্টারে স্থানীয় জাপা আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।