রায় শুনেও উদ্ধত সাকা চৌধুরী
আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকার খবর শুনেও কারাগারে উদ্ধত মনোভাব দেখিয়েছেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।
বুধবার সকাল ৯টার দিকে আপিল বিভাগের রায় ঘোষণার পর সকাল ১০টা ৫৫ মিনিটে কাশিপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর কনডেম সেলে আটক সাকা চৌধুরীকে সে খবর শোনানো হয়।
খবর শুনে আইনের মাধ্যমে কারাগার থেকে বেরিয়ে যাবেন বলে উদ্ধত মন্তব্য করেন সাকা চৌধুরী।
কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীকে রায় শোনানো হয়েছে। রায় শুনে তিনি বলেছেন, আমি রাজনীতির শিকার। মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। আমি ঠিকই আইনের মাধ্যমে বেরিয়ে যাবো।
সাকাকে রায় শোনানোর সময় সিনিয়র জেল সুপার ও জেলারসহ উর্ধ্বতন কারা কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।