আবদুল কালামের জানাযা তামিলনাড়ুতে
সাবেক রাষ্ট্রপতি সদ্যপ্রয়াত এপিজে আবদুল কালামের জানাযা তার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরামে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ইউনিয়ন কেবিনেটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
আবদুল কালামের ব্যক্তিগত সহকারি হ্যারি শেরিডন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তামিলনাড়ুর রামেশ্বরামে মসজিদ রোডে জানাযা অনুষ্ঠিত হতে পারে। এসময় সেখানে উপস্থিত থাকবেন আবদুল কালামের বড়ভাই মোস্তফা মারাকায়ার (৯৯)।
সোমবার সন্ধ্যায় শিলংয়ে এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে বেতানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।