বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১
যশোরের বেনাপোলের বাসস্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ হালিমা খাতুন (২০) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে ওই তরুণীকে আটক করা হয়।
বেনাপোল বন্দর থানার এসআই ফিরোজ আহমেদ জানান, আটক হালিমা পুটখালী পূর্বপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। তাকে তল্লাশী করে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে পুলিশ সদস্য ।
তিনি আরও জানান, এক তরুণী যশোরে এক মাদক বিক্রেতার কাছে ফেনসিডিল পৌঁছে দেওয়ার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে হালিমাকে ফেনসিডিলসহ আটক করা হয়।
হালিমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবারই তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে এসআই ফিরোজ জানান।