বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের আজকের খেলা বৃষ্টিতে ধুয়ে গেলো। সকাল থেকে ভারি বর্ষণের কারণে মাঠে নামতে পারেননি দুই দলের খেলোয়াড়রা। একটি বলও আজ মাঠে গড়ায়নি। বৃষ্টির থামার অপেক্ষায় ছিলেন আম্পায়াররা। কিন্তু দুপুর দেড়টা পর্যন্ত অপেক্ষা করেও বৃষ্টি না থামায় আজকের দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পয়াররা। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৪৮ ও বাংলাদেশ ৩২৬ রানে অলআউট হয়। ৭৮ রানে পিছিয়ে থেকে গতকাল তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬১ রান করে সফরকারী দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের লীড নেয়া রান থেকে এখনও তারা ১৭ রানে পিছিয়ে। ভ্যান জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত আছেন। গতকাল বৃষ্টির কারণে তৃতীয় সেশনের শেষ দিকে খেলা হয় নি।