চট্টগ্রামে ৮০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে ৮০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে একটি পিকআপ তল্লাশি করে নেশার বড়িগুলো পাওয়া যায়। পরে ওই গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের নাম পরিচয় জানানো হয়নি। তবে তারা চট্টগ্রামের ‘ইয়াবা চোরাকারবারী’ জাহিদুল ইসলাম আলোর সহযোগী বলে মিফতা উদ্দিন জানান।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে বলেও র্যাব কর্মকর্তা জানান।