অলিম্পিক স্টেডিয়াম গুঁড়িয়ে দিয়েছে আইএস
ইরাকের অলিম্পিক স্টেডিয়াম গুঁড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। রামাদি শহরের বোমা বিস্ফোরণের মাধ্যমে স্টেডিয়ামটি আইএস সদস্যরা ধ্বংস করেছে।
স্টেডিয়ামটি গুঁড়িয়ে দেওয়ার জন্য কয়েক দিন সময় নিয়েছে আইএস। অর্ধনির্মিত এই স্টেডিয়াম ধ্বংসের জন্য রিমোট কন্ট্রোল বোমার ব্যবহার করেছে সংগঠনের সদস্যরা। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ছিল ৩০ হাজার।