নবনিযুক্ত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমরা প্রশাসনে দলীয়করণে বিশ্বাস করি না। আর এরকম হবেও না। যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পান সৈয়দ আশরাফ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঈদের ছুটি থাকায় আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে অফিস করেন তিনি।
বেলা আড়াইটায় মন্ত্রণালয়ে যান সৈয়দ আশরাফ। এ সময় তাকে স্বাগত জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। পরে তিনি সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।