টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফ উপজেলার মুড়া পাড়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- সদর ইউনিয়নের মৌলভী পাড়ার মো ইউছুপের ছেলে মো. সেলিম(২৪) ও বড় হাবির পাড়া গ্রামের আলী আহমেদের ছেলে আবদু রহিম (২৫)।
রবিবার দুপুর ১২ টারদিকে উপজেলার মুড়া পাড়া গ্রাম থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বিষযটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার।
তিনি জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে (উপ-পরিদর্শক) এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম টেকনাফের মুড়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই পাচারকারীকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৬০ লাখ টাকা বলে জানায় পুলিশ।
তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হবে।