
ইরাকে শুক্রবার ঈদ উদযাপনের সময় একটি ব্যস্ত মার্কেটে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছে। খবর রয়টার্স’র।
রাজধানী বাগদাদের প্রায় ৩০ কিলোমিটার উত্তরপূর্বের শিয়া অধ্যুষিত খান বনি সাদ শহরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে খবরে জানানো হয়েছে।