কবরির পরিচালনায় ড্রামা সিরিয়ালে রিয়াজ ও অহনা
চলচ্চিত্র তারকা রিয়াজ ও টিভি নায়িকা অহনা বাংলা চলচ্চিত্রের এক সময়ের ডাকসাইটে অভিনেত্রী সারাহ বেগম কবরির পরিচালনায় ‘আবার আসিব ফিরে’ নামের একটি টেলিভিশ ড্রামা সিরিয়ালে জুটিবদ্ধ হয়েছেন।
পরিচালনার পাশাপাশি কবরি ড্রামা সিরিয়ালটির একটি প্রধান ভুমিকায় অভিনয়ও করছেন। নায়করাজ রাজ্জাকও এর একটি চরিত্রে অভিনয় করছেন।
সিরিয়ালটির কাহিনী আবর্তিত হয়েছে কামরান ও তৌফিক নামের দুই ব্যবসায়ীকে ঘিরে যারা অংশীদারিত্বের ভিত্তিতে কারবার করেন। কিন্তু অতি মুনাফার লোভে পড়ে কামরান তার ব্যবসায় অংশীদার তৌফিককে হত্যা করে ফেলেন। পরে তৌফিকের স্ত্রী নাবিলা ও ছেলে সৌরভ তার মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করে। আর এ নিয়েই পুরো সিরিয়ালটির কাহিনী আবর্তিত হয়।
ড্রামা সিরিয়ালটির প্রসঙ্গে কবরি বলেন, ‘আমি সিরিয়ালটিকে সিনেমার মতো করে উপস্থাপনের চেষ্টা করেছি। আমি আশা করি দর্শকরা তা পছন্দ করবেন। রিয়াজের অভিনয় দক্ষতা ও কাজের আন্তরিকতা দেখে আমি খুবই মুগ্ধ।’
কবরির সঙ্গে কাজ করা প্রসঙ্গে রিয়াজ বলেন, আমি তার সঙ্গে এর আগেও একটি সিনেমায় কাজ করেছি। সেখানে তিনি আমার মা হিসেবে অভিনয় করেছেন। তবে এবরাই প্রথম আমি তার পরিচালনায় অভিনয় করছি। তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখছি।’
১৩ পর্বের এই টেলিভিশন সিরিয়ালটি দেশের কোনো একটি ব্যাক্তিমালিকানাধীন স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার করা হবে।