কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার তার বাড়ি থেকে আনুমানিক প্রায় আট লাখ টাকার স্বর্ণের গয়না ও নগদ দুই লাখ টাকা চুরি হয়েছে। খবর জি নিউজের।
খবরে বলা হয়, চুরির ঘটনায় স্থানীয় লেক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে বাড়ির পরিচারিকাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, গতকাল যখন বাড়িতে কেউ ছিলেন না সেই সুযোগে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই বাড়ির পরিচারিকা পলাতক রয়েছেন। ভুয়ো পরিচয় দিয়ে সেই পরিচারিকা কাজে ঢুকেছিলেন বলে অভিযোগ রয়েছে।
লেক থানার পুলিশ তদন্তে নেমেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেন নি পুলিশ।
এদিকে চুরির ঘটনায় বেশ অবাক হয়েছেন ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা ব্যানার্জি।