– ঝিনাইদহ কৃষকের ১ বিঘা পটল ক্ষেত কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে পরিমল কুমার নামের এক কৃষকের ১ বিঘা জমির পটল ক্ষেত কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। শুক্রবার রাতে পুর্ব শুত্রæতার জের ধরে এ ঘটনা ঘটে।কৃষক পরিমল কুমার ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানান, একই গ্রামের ওয়াজ আলী মল্লিকের ছেলে রাশেদ মল্লিকের সাখে দোকানের টাকা বাকীকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় আবরো উভয়ের মধ্যে কথাকাটা-কাটি হয়। এসময় রাশেদ তার দেনা ১৩’শ টাকা না দিয়ে হুমকি দেয়। পরে ওই রাতেই পরিমলের ১ বিঘা জমির পটল ক্ষেত কেটে দেয় দুবৃর্ত্তরা। গতকাল শনিবার পটল ক্ষেত শুকিয়া যাওয়া শুরু করলে তিনি বিষয়টি টের পান। পরিমল কুমারের ধারণা তার ক্ষেত রাশেদ কেটে দিয়েছে। তিনি ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানান, এতে তা র প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণকে জানালে তিনি সুষ্টু বিচারের আশ্বাস দেন।