আদমদীঘিতে নারীসহ ২ জনের অপমৃত্যু
বগুড়ার আদমদীঘিতে একই দিনে ট্রেনে কাটা পরে অজ্ঞাত ব্যাক্তি ও পারিবারিক কলহের জের ধরে বিষপানে নাজমা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পৃথক দু’টি ইউ.ডি মামলা হয়েছে।
জানাযায়, আদমদীঘির বড় আখিড়া গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী ২ সন্তানের জননী পারিবারিক কলহের জেরধরে বেলা ১২টায় স্বামীর বাড়িতে বিষাক্ত ওষুধ সেবন করে। তাকে মূমূর্ষ অবস্থায় প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এদিকে সান্তাহার-বোনারপাড়া রেল লাইনের নসরতপুর রেল স্টেশনের পূর্বে কোচকুড়ি গ্রামের নিকট অজ্ঞাত (৩৫) বছর বয়সের এক ব্যক্তির ট্রেনে কাটা পড়ে নিহত হয়। তার পড়নে চেক লুঙ্গি মাথায় চেক গামছা ছিল। রেলওয়ে থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।