গুগলের নতুন স্ট্রিট ভিউ ম্যাপ
নতুন স্ট্রিট ভিউ অ্যাপ উন্মুক্ত করেছে গুগল। এটির সাহায্যে ৩৬০ ডিগ্রিতে বিশ্বের বিভিন্ন দৃশ্য দেখার পাশাপাশি নিজের ৩৬০ ডিগ্রি ছবি তোলা যাবে। শুধু তাই নয় এই ছবি সরাসরি অ্যাপটিতে আপলোড করা যাবে।
আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপটি ডাউনলোড করলে ‘কালেকশনস’ নামে একটি ট্যাব পাওয়া যাবে। এই ট্যাবে একইরকম ছবিগুলো একটি গ্রুপের মতো করে দেখা যাবে।
‘এক্সপ্লোর’ ট্যাবটির মাধ্যমে স্ট্রিট ভিউয়ের সব ছবিগুলো দেখা যাবে। ‘প্রোফাইল’ অপশনে নিজের ছবি ও গুগল ম্যাপে শেয়ার করা ছবি দেখা যাবে। এছাড়া ‘প্রাইভেট’ নামের ট্যাবে যেসব ছবি তোলা হয়েছে কিন্তু শেয়ার করা হয়নি তা দেখা যাবে।
অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।