রাষ্ট্রধর্মের বৈধতা নিয়ে রিট খারিজ
সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
সোমবার দুপুরে বিচারপতি মো. ইমদাদুল হক ও বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী সমেরেন্দ্র নাথ গোস্বামী আগস্ট মাসে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন।
আবেদনে তিনি বলেন, সংবিধানের মূল নীতিতে বলা হয়েছে, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। কিন্তু সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলাম ধর্মকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক সেনা শাসক এইচ এম এরশাদ তার শাসনামলেও সংবিধান সংশোধনী আনেন। যা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।
আদালতে আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। শুনানি শেষে হাইকোর্ট সরাসরি আবেদন খারিজ করে।