index_337174
আগামী ৮নভেম্বর দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন বসছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এস এম মঞ্জুর পাঠানো এক বিজ্ঞপ্তিতে ক্রাইম রিপোর্টার ২৪.কমকে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৮ নভেম্বর রোববার বিকেল সাড়ে চারটায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের অষ্টম (২০১৫ সালের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন।
জানা গেছে, এটি হবে একটি সংক্ষিপ্ত অধিবেশন। আগামী জানুয়ারি মাসে সংসদের শীতকালীন অধিবেশন বসবে

http://crimereporter24.com/wp-content/uploads/2015/10/index_337174.jpghttp://crimereporter24.com/wp-content/uploads/2015/10/index_337174.jpgহাসন রাজাজাতীয়
আগামী ৮নভেম্বর দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন বসছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এস এম মঞ্জুর পাঠানো এক বিজ্ঞপ্তিতে ক্রাইম রিপোর্টার ২৪.কমকে এ কথা জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৮ নভেম্বর রোববার বিকেল সাড়ে চারটায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয়...