image_113506
হাড্ডাহাড্ডি লড়াই করে জয় দিয়ে এটিপি হ্যাল ওপেন অভিযান শুরু করলেন রজার ফেদেরার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জার্মানির ঘরের ছেলে ফিলিপ কোলশ্রাইবারকে ৭-৬, ৩-৬, ৭-৬ সেটে হারান সুইস তারকা। বিশ্বের ২৮ নম্বর ফিলিপকে হারাতে বেশ বেগ পেতে হল তাকে।

সুরুজ বাঙালীখেলাধুলা
হাড্ডাহাড্ডি লড়াই করে জয় দিয়ে এটিপি হ্যাল ওপেন অভিযান শুরু করলেন রজার ফেদেরার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জার্মানির ঘরের ছেলে ফিলিপ কোলশ্রাইবারকে ৭-৬, ৩-৬, ৭-৬ সেটে হারান সুইস তারকা। বিশ্বের ২৮ নম্বর ফিলিপকে হারাতে বেশ বেগ পেতে হল তাকে।