untitled-33_163196
হঠাৎ দেখা মিলল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবানার। ব্যক্তিগত কারণে সেই ১৯৯৭ সালে অভিনয় থেকে দূরে চলে গিয়েছিলেন তিনি। লোকচক্ষুর অন্তরালে চলে যান কিংবদন্তি এই অভিনেত্রী। অভিনয় ছেড়ে দেওয়ার পর থেকে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে থাকেন। মাঝে মধ্যে বাংলাদেশে আসেন। সম্প্রতি তার বোনের ছেলে [ভাগ্নের] শেখ শরিফুল মবিন রবির বিয়েতে অংশ নেন তিনি।

গত বুধবার বারিধারার একটি কমিউনিটিতে তার হঠাৎ দেখা মেলে। বোরকা পরিহিত হাস্যোজ্জ্বল শাবানাকে দেখে অনুষ্ঠানের সবাই বেশ আনন্দেই মেতেছিলেন। বিয়ের ছবির পাশাপাশি আত্মীয়-স্বজনের সঙ্গে সেলফিও তোলেন শাবানা।
জানা গেছে, কোরবানির ঈদের পর আবারও আমেরিকা ফিরে যাবেন শাবানা।
১৯৬৭ সালে পরিচালক এহতেশামের ‘চকোরী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে শাবানার আবির্ভাব হয়।

অর্ণব ভট্টবিনোদন
হঠাৎ দেখা মিলল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবানার। ব্যক্তিগত কারণে সেই ১৯৯৭ সালে অভিনয় থেকে দূরে চলে গিয়েছিলেন তিনি। লোকচক্ষুর অন্তরালে চলে যান কিংবদন্তি এই অভিনেত্রী। অভিনয় ছেড়ে দেওয়ার পর থেকে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে থাকেন। মাঝে মধ্যে বাংলাদেশে আসেন। সম্প্রতি তার বোনের ছেলে শেখ শরিফুল মবিন রবির বিয়েতে...