isis_91771
মধ্যপ্রাচ্যের আতঙ্ক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস সিরিয়ার প্রচীন শহর পলিমারে ২৫ ব্যক্তিকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করেছে। হত্যার শিকার সবাই সিরিয়ার সরকারি সৈন্য বলে খবরে বলা হয়েছে। রবিবার বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গতকালই ওই ভিডিও প্রকাশ করে আইএস যেখানে গত ২৪ মে শহরটি দখল করে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়। ভিডিওতে দেখা যায়, হত্যাকারীরা সবাই কিশোর ও তরুণ। যাদের বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে বলে মনে হয়

তুনতুন হাসানআন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যের আতঙ্ক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস সিরিয়ার প্রচীন শহর পলিমারে ২৫ ব্যক্তিকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করেছে। হত্যার শিকার সবাই সিরিয়ার সরকারি সৈন্য বলে খবরে বলা হয়েছে। রবিবার বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গতকালই ওই ভিডিও প্রকাশ করে আইএস যেখানে গত ২৪ মে শহরটি দখল করে...