fakhrul-001_107868
সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে আজ সোমবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় পৌনে দুই মাস চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ক্রাইম রিপোর্টার ২৪.কমকে এ তথ্য জানান। তিনি বলেন, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে আজ রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি।

উল্লেখ্য, প্রায় ছয় মাস আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে গত ২৭ জুলাই উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। জেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। হার্টের সমস্যা বাড়ার পাশাপাশি ছয় মাসে তার ওজন ১২ কেজি কমে যায়। তাই তিনি চিকিৎসা নিতে প্রথমে সিঙ্গাপুরে যান। পরে আরো উন্নত চিকিৎসার জন্য গত ১১ আগস্ট সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক যান তিনি। নিউইয়র্ক থেকে গত শুক্রবার আবার সিঙ্গাপুরে যান মির্জা আলমগীর।

তাহসিনা সুলতানাজাতীয়
সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে আজ সোমবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় পৌনে দুই মাস চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ক্রাইম রিপোর্টার ২৪.কমকে এ তথ্য জানান। তিনি বলেন, সিঙ্গাপুর...