ERSHAD
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সৌদি আরবের মিনায় পবিত্র হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা পালনকালে পদদলিত হয়ে হাজীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় এরশাদ বলেন, হজের জন্য সারা বিশ্বের লাখ লাখ মুসলমান এখন সৌদি আরবে অবস্থান করছেন। মিনায় বড় জামারাকে (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর মারার সময় পদদলিত হয়ে ৪৫৩ জন হাজির মৃত্যু এবং ৭ শতাধিক হাজি আহত হওয়ার ঘটনায় মুসলিম বিশ্ব আজ মর্মাহত। এরশাদ মৃত্যুবরণকারী হাজিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহত হাজীদের দ্রুত সুচিকিৎসার জন্য সৌদির বাদশার প্রতি আহ্বান জনান।

http://crimereporter24.com/wp-content/uploads/2015/09/ERSHAD6.jpghttp://crimereporter24.com/wp-content/uploads/2015/09/ERSHAD6-300x300.jpgঅর্ণব ভট্টজাতীয়
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সৌদি আরবের মিনায় পবিত্র হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা পালনকালে পদদলিত হয়ে হাজীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় এরশাদ বলেন, হজের জন্য সারা বিশ্বের লাখ লাখ মুসলমান এখন সৌদি আরবে অবস্থান করছেন। মিনায় বড় জামারাকে (বড় শয়তান) লক্ষ্য করে...