বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব : ওবায়দুল কাদের|রাজধানীতে ডাস্টবিন থেকে গুলি-গ্রেনেড উদ্ধার|আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই|নিয়ম মেনে ব্যাংক হলে সংখ্যা নিয়ে আমি চিন্তিত নই : অর্থমন্ত্রী|নিরপেক্ষ থাকার নির্দেশ সিইসির|এক দিন বাড়ল দ্বিতীয় পর্বের ইজতেমা, আখেরি মোনাজাত মঙ্গলবার|একসঙ্গে ৭ সন্তানের জন্ম দিলেন মা|একাদশ সংসদের এমপিদের বৈধতা নিয়ে রিট খারিজ
বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব : ওবায়দুল কাদের|রাজধানীতে ডাস্টবিন থেকে গুলি-গ্রেনেড উদ্ধার|আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই|নিয়ম মেনে ব্যাংক হলে সংখ্যা নিয়ে আমি চিন্তিত নই : অর্থমন্ত্রী|নিরপেক্ষ থাকার নির্দেশ সিইসির|এক দিন বাড়ল দ্বিতীয় পর্বের ইজতেমা, আখেরি মোনাজাত মঙ্গলবার|একসঙ্গে ৭ সন্তানের জন্ম দিলেন মা|একাদশ সংসদের এমপিদের বৈধতা নিয়ে...
আইন-আদালত০১ অক্টোবর ২০১৮ |
জান্নাতুল ফেরদৌস মেহরিন
আদালত প্রতিবেদক ।
মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ সোমবার জামিন বহালের আদেশ দেন।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল জানান, গত ১৪ ও ১৫ আগস্ট ঢাকা ও নড়াইলের মানহানির দুটি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্ট ৬ মাসের জামিন দিয়েছিলো।
এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার পক্ষে এজে মোহাম্মদ আলী ও খন্দকার মাহবুব শুনানি করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেয় বলে জানান কায়সার কামাল।
খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।