image_269820.saudi arab map
সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. ফেরদৌস (৪৪) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
ফেরদৌস চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নাজিরপাড়ার মৃত গোলাম কবির সওদাগর ওরফে মনির আহমদ সওদাগরের বড় ছেলে। তাঁর লাশ এখন মদিনার মিকাত হাসপাতালে আছে।
ফেরদৌসের ভাই মো. আলমগীর ক্রাইম রিপোটৃার ২৪.কমকে জানান, তিন ভাই ও ছয় বোনের মধ্যে ফরদৌস সবার বড়। ফেরদৌসের তিন মেয়েসন্তানের জনক। তিনি দুই যুগ ধরে মদিনায় ব্যবসা করেছিলেন।

শুভ সমরাটপ্রবাস জীবন
সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. ফেরদৌস (৪৪) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। ফেরদৌস চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নাজিরপাড়ার মৃত গোলাম কবির সওদাগর ওরফে মনির আহমদ সওদাগরের বড় ছেলে। তাঁর লাশ এখন মদিনার মিকাত হাসপাতালে আছে। ফেরদৌসের ভাই...