ATOK
অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ২৪জন বাংলাদেশি নারী- পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৯ জন নারী ও ১৫জন পুরুষ রয়েছে। শনিবার সন্ধ্যায় বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

খুলনা ২৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানান, সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সজাগ রয়েছে বিজিবি। শনিবার সন্ধ্যায় ভারত থেকে ইছমতি নদী পথে বাংলাদেশে প্রবেশকালে পুটখালি চরের মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয়।

বিজিবি বেনাপোল পোর্ট থানায় আটককৃতদের সোপার্দ করেছে।

http://crimereporter24.com/wp-content/uploads/2015/10/ATOK2.jpghttp://crimereporter24.com/wp-content/uploads/2015/10/ATOK2-300x240.jpgঅর্ণব ভট্টস্বদেশের খবর
অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ২৪জন বাংলাদেশি নারী- পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৯ জন নারী ও ১৫জন পুরুষ রয়েছে। শনিবার সন্ধ্যায় বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। খুলনা ২৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানান, সীমান্ত...