ERSHAD
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলেও বিএনপি এখন কোনো আন্দোলনে নেই। তারা অনেক আগেই শেয়ালের গর্তে চলে গেছে, সেখান থেকে এখন মাঝে মাঝে বিবৃৃতি দেয়।’

রবিবার দুুপুরে যশোর জিলা স্কুল অডিটরিয়ামে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

জেলা জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলামের সভাপতিত্বে এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও তাজ রহমান ও যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।

এরশাদ বলেন, ‘দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই তৃণমূল পর্যায়ে পার্টিকে শক্তিশালী করতে হবে।’
খবর বাসসের।

হীরা পান্নাজাতীয়
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলেও বিএনপি এখন কোনো আন্দোলনে নেই। তারা অনেক আগেই শেয়ালের গর্তে চলে গেছে, সেখান থেকে এখন মাঝে মাঝে বিবৃৃতি দেয়।’ রবিবার দুুপুরে যশোর জিলা স্কুল অডিটরিয়ামে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা...