03-290x196
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর ঈদ করছেন তার নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁওয়ে। সেখানে তিনি ক্রাইম রিপোর্টার ২৪.কমকে কাছে দেয়া প্রতিক্রিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের দিন হওয়ায় তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি।

শুক্রবার সকালে ঈদের নামাজের পর ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনে ফখরুলকে ঘিরে ধরেন সাংবাদিকরা। এ সময় তিনি দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, শান্তি ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় শুভাসিত হোক আজকের ঈদ। ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সারা দেশে। সৃষ্টি হোক নতুন বন্ধুত্বের, নতুন ভ্রাতৃত্বের।

এর আগে ঠাকুরগাঁও শহরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে ঈদের নামাজ আদায় করেন মির্জা ফখরুল।

http://crimereporter24.com/wp-content/uploads/2015/09/03-290x196.jpeghttp://crimereporter24.com/wp-content/uploads/2015/09/03-290x196.jpegতাহসিনা সুলতানাজাতীয়
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর ঈদ করছেন তার নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁওয়ে। সেখানে তিনি ক্রাইম রিপোর্টার ২৪.কমকে কাছে দেয়া প্রতিক্রিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের দিন হওয়ায় তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। শুক্রবার সকালে ঈদের নামাজের পর ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনে ফখরুলকে ঘিরে ধরেন সাংবাদিকরা। এ সময়...