তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক
বিশেষ প্রতিবেদক ।
বিরোধীদলীয় চিফ হুইপ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
আজ এক শোকবার্তায় তিনি বলেন, সাত বারের নির্বাচিত এই সংসদ সদস্যের মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদকে হারালাম। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।
বিরোধী দলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তাজুল ইসলাম চৌধুরী সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।