ATOK-1

চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা থেকে প্রায় ৭০০ বোতল মদসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় একটি অটোরিকশা উদ্ধার করা হয়। রবিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা এএসপি সোহেল মাহমুদ ক্রাইম রিপোর্টার ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটককৃত ব্যক্তি নাম জানা যায়নি।

http://crimereporter24.com/wp-content/uploads/2015/10/ATOK-1.jpghttp://crimereporter24.com/wp-content/uploads/2015/10/ATOK-1-300x300.jpgকামরুল ইসলাম হৃদয়স্বদেশের খবর
চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা থেকে প্রায় ৭০০ বোতল মদসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় একটি অটোরিকশা উদ্ধার করা হয়। রবিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা এএসপি সোহেল মাহমুদ ক্রাইম রিপোর্টার ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটককৃত ব্যক্তি নাম জানা যায়নি।