Comilla Police superস্টাফ রিপোর্টারঃ কুমিল্লার নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন বলেছেন, মাদকাসক্তির কারণে সুস্থ চিন্তা,স্বাভবিক চেতনা ও বোধশক্তি লোপ পেয়ে যায়।তিনি বলেন, মাদকাসক্তির কারণে আমাদের যুব সমাজ বিপথে চলে যাচ্ছে। তিনি আজ দুপুর ১২ টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিক ও পদস্থ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন। এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন,অতিঃপুলিশ সুপার আলী আশরাফ, অতিঃপুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, অতিঃপুলিশ সুপার কাজী হেলাল উদ্দিন, অতিঃপুলিশ সুপার শরীফ উদ্দিন,প্রেসক্লাব সভাপতি, মাসুক আলতাফ চৌধুরী, ক্রাইম রিপোর্টার২৪. কমের সম্পাদক মুহম্মদ মিজানুর রহমান চৌধুরী,বিটিভির জেলা সংবাদ প্রতিনিধি, জাহাঙ্গীর আলম রতন ও দৈনিক ডাক প্রতিদিনের সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান সহ আরও অনেকে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার,বি এম ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার ( সদর) শেখ শাহজাহান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, এটিএন বাংলার খায়রুল আহসান মানিক,আমোদের ভারপ্রাপ্ত সম্পাদক,বাকীন রাব্বি,দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক,মোঃরফিকুল ইসলাম,প্রথম আলোর গাজীউল হক সোহাগ, জিটিভির সেলিম মুন্সী সহ আরো অনেকে।সভায় যানজট,চাঁদাবাজী,মাদক ও চোরাচারানের উপর বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

http://crimereporter24.com/wp-content/uploads/2015/06/Comilla-Police-super.jpghttp://crimereporter24.com/wp-content/uploads/2015/06/Comilla-Police-super-300x300.jpgশুভ সমরাটস্বদেশের খবর
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন বলেছেন, মাদকাসক্তির কারণে সুস্থ চিন্তা,স্বাভবিক চেতনা ও বোধশক্তি লোপ পেয়ে যায়।তিনি বলেন, মাদকাসক্তির কারণে আমাদের যুব সমাজ বিপথে চলে যাচ্ছে। তিনি আজ দুপুর ১২ টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিক ও পদস্থ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় বক্তব্য...