9 copy
বিনোদন প্রতিবেদক ।
দীর্ঘ ৫ বছর পর দেশে ফিরেছেন প্রিয়া ডায়েস। এদেশের প্রথম স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘টিফিনের ফাঁকে’ অনুষ্ঠানটির সফল সঞ্চালক হিসেবে প্রিয়া ডায়েস পথিকৃতের ভূমিকায় দর্শক মনে আজও গেঁথে রয়েছেন।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।

এছাড়া প্রিয়া এক সময় এদেশে একচেটিয়া উপস্থাপনা, মডেলিং ও অভিনয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। এদেশের শোবিজ অঙ্গনে টনি ডায়েস ও প্রিয়া ডায়েস অনন্য জুটির নাম।

যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাস জীবনের পর নিজ দেশে অল্প কিছুদিনের জন্য ফেরা প্রসঙ্গে প্রিয়া ডায়েস ক্রাইম রিপোর্টার ২৪.কমকে বলেন, ‘সন্তানের জন্যই দেশের বাইরে পাড়ি দেওয়া আমার। তবে আমি টনি দু’জনই কিন্তু ক্যারিয়ার সেক্রিফাইস করেছি।’

প্রিয়া ডায়েস আমেরিকায় ‘প্রিয়া ড্যান্স একাডেমি’ নামে একটি ইনস্টিটিউট খুলেছেন, যা এরইমধ্যে প্রবাসী বাঙালিদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এ প্রসঙ্গে প্রিয়া ক্রাইম রিপোর্টার ২৪.কমকে বলেন, ‘প্রবাসে বাঙালি সংস্কৃতির প্রতি অভ্যস্থতা গড়তেই নিজের দায়িত্ববোধ থেকে আমি এই উদ্যোগ নিয়েছি। আমার নিজের শিল্পীসত্তাও এখানে দারুণ আনন্দ পায়।’

এ সময়ের তরুণ-তরুণীদের কাজ প্রসঙ্গে প্রিয়া ডায়েস ক্রাইম রিপোর্টার ২৪.কমকে বলেন, ‘আমার কাছে মনে হয়, এখনকার শোবিজকর্মীদের ভেতর দারুণ প্রতিযোগিতা বেড়েছে। কাজের মানের ক্ষেত্রেও ভালো-মন্দ দুটোই বেড়েছে।’ উপস্থাপনা বা অভিনয় খুব একটা মিস করতে হয় না প্রিয়া ডায়েসকে। কারণ যুক্তরাষ্ট্রের টাইম, টিবিএন টেলিভিশনে বিশেষ আয়োজন বা অনুষ্ঠানে নিজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে উপস্থাপনার কাজটি করে থাকেন।

প্রিয়া ক্রাইম রিপোর্টার ২৪.কমকে বলেন, ‘নিজের সংসার, মেয়েকে দেখাশোনাসহ সকল কাজের বাইরে মাঝে মাঝে বিশেষ কিছু অনুষ্ঠানের সঞ্চালনা করি স্রেফ ভালোলাগা থেকেই।’

http://crimereporter24.com/wp-content/uploads/2017/08/9-copy10.jpghttp://crimereporter24.com/wp-content/uploads/2017/08/9-copy10-300x300.jpgশুভ সমরাটবিনোদন
বিনোদন প্রতিবেদক । দীর্ঘ ৫ বছর পর দেশে ফিরেছেন প্রিয়া ডায়েস। এদেশের প্রথম স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘টিফিনের ফাঁকে’ অনুষ্ঠানটির সফল সঞ্চালক হিসেবে প্রিয়া ডায়েস পথিকৃতের ভূমিকায় দর্শক মনে আজও গেঁথে রয়েছেন।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের। এছাড়া প্রিয়া এক সময় এদেশে একচেটিয়া উপস্থাপনা, মডেলিং ও অভিনয়ে ব্যস্ত...