iaw-290x160
প্রথমবারের মতো বাংলাদেশের দুই বিচারপতি আন্তর্জাতিক সালিশি আদালতের (পিসিএ) সদস্য হয়েছেন।

বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম ও মো. আওলাদ আলী ছয় বছরের জন্য নেদারল্যান্ডের হেগে অবস্থিত এ আদালতের সদস্য হন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানানো হয়।

বাংলাদেশি দুই বিচারকের নিয়োগ পাওয়াকে স্বাগত জানিয়েছে স্থায়ী সালিশ আদালতের আন্তর্জাতিক ব্যুরো।

তাদের নিয়োগের ফলে হেগে অবস্থিত আইনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ যে অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে, তারই প্রতিফলন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মো. তোফাজ্জল ইসলাম একজন সাবেক প্রধান বিচারপতি ও মো. আওলাদ আলী হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতি ছিলেন।

বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের শাস্তির জন্য হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখাসহ বিভিন্ন দৃষ্টান্তমূলক রায় দেন।

বিচারপতি মো. আওলাদ আলী আইনজীবী হিসেবে অনেক বাণিজ্যিক মামলা অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করেছেন।

স্থায়ী সালিশি আদালত দ্য হেগ’র একটি ঐতিহ্যবাহী স্থাপনা ‘পিস প্যালেস’-এ অবস্থিত ১১৭ সদস্যবিশিষ্ট আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান।

শুভ সমরাটআইন-আদালত
প্রথমবারের মতো বাংলাদেশের দুই বিচারপতি আন্তর্জাতিক সালিশি আদালতের (পিসিএ) সদস্য হয়েছেন। বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম ও মো. আওলাদ আলী ছয় বছরের জন্য নেদারল্যান্ডের হেগে অবস্থিত এ আদালতের সদস্য হন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানানো হয়। বাংলাদেশি দুই বিচারকের নিয়োগ পাওয়াকে স্বাগত জানিয়েছে স্থায়ী...